২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশে এলো আরও ৪২০ টন পিয়াজ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভারত পিয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আগের এলসি করা আরও ৪২০ টন পিয়াজ এলো দেশে। রবিবার ও সোমবার স্থলবন্দর দিয়ে প্রবেশ করে এসব পিয়াজ।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মাঈনুল ইসলাম জানান, গত ৭ ডিসেম্বর থেকে পিয়াজ রপ্তানি বন্ধ করে ভারত। এর আগে যে পিয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো পর্যায়ক্রমে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করছে। রবিবার ১০ ট্রাকে ২৭৭ টন পিয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে এবং সোমবার দুপুর পর্যন্ত ছয়টি ট্রাকে আরও ১৪৩ টন পিয়াজ এসেছে। মোট ১৬ ট্রাকে ৪২০ টন পিয়াজ স্থলবন্দরে প্রবেশ করে। এসব ট্রাক ভারতের মহদিপুর বন্দরে আটকা ছিল।
এর আগে ৭ ডিসেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পিয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেন। ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পরই চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে হু হু করে বেড়ে যায় পিয়াজের দাম। এরপর চীন-পাকিস্তান থেকে ২২৬ টন পিয়াজ আমদানি করা হয়। এছাড়া দেশি মুড়িকাটা পিয়াজ বাজারে পাওয়া যাওয়ায় স্বস্তি মিলেছে।

সর্বশেষ