২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নলছিটিতে ধানের বীজ রোপন কে কেন্দ্র করে যুবককে মারধর!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটিতে ধানের বীজ রোপন কে কেন্দ্র করে মোঃ বাচ্চু হাওলাদার (৫১) নামের এক যুবককে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে । গতকাল শুক্রবার দুপুর ১১টায় ওই থানার রানাপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ড নলবুনিয়া গ্রামের চৌকিদার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহত যুবক ওই গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।আহত যুবক বাচ্চু হাওলাদার বলেন, আমি গত এক বছর পূর্বে একই এলাকার বাসিন্দা মোনাছেফ চৌকিদারের কাছ থেকে ১২ শতাংশ জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে দখলে বিদ্যমান আছি। ঘটনার দিন আমার ওই জমিতে ধানের বীজ রোপন করতে গেলে একই এলাকার বাসিন্দা মৃত মালেক চৌকিদার এর ছেলে সবুজ বাধা প্রদান করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় প্রতিবাদ করলে সন্ত্রাসী সবুজ চৌকিদার তার ছোটভাই ও মা সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে বাচ্চু হাওলাদার এর মাথা ফেটে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করেন। বর্তমানে তিনি এ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ আতাউর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ