৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পিরোজপুরে আ.লীগ নেতার চেয়ারম্যান পদের প্রার্থিতা স্থগিত গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী দুমকিতে কৃষকদের মধ্যে মুগডাল ভাংগা মেশিনের ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ ওবায়দুর রহমান অভি ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে ভিশন ২০৪১ বাস্তবায়ন বিষয়ক সেমিনার অন... তজুমদ্দিনে রাস্তা চওড়া করার নামে কাটা হবে ৮৫৬টি গাছ, স্থানীয়দের ক্ষোভ নাজিরপুরে বাসচাপায় চেয়ারম্যান প্রার্থী কর্মীর মৃত্যু মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু র‌্যাবের অভিযানে বরিশাল শেবাচিম থেকে দালাল চক্রের ২৫ সদস্য আটক বরিশাল মহানগর আ.লীগের কোষাধাক্ষের বিরুদ্ধে সাইবার অপরাধে মামলা

নাজিরপুরে মাদরাসাছাত্রীকে মুখ বেঁধে ধর্ষণ, থানায় মামলা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের নাজিরপুরের ষষ্ঠ শ্রেণির এক মাদরাসাছাত্রীকে (১১) মুখ বেঁধে ধর্ষণের অভিযোগে দুই সন্তানের জনক জিয়া উদ্দিন শেখ (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে ভক্তভোগীর বাবা মামলাটি দায়ের করেন। এরআগে শনিবার উপজেলার সদর ইউনিয়নের গোদারা গ্রামে এ ঘটনাটি ঘটে।

ধর্ষক জিয়া উদ্দিন শেখ (৩৫) একই এলাকার আব্দুল হাই শেখের ছেলে।

জানা গেছে, স্থানীয় প্রভাবশালীদের চাপের মুখে ঘটনার চার দিন পরেও কোনো মামলা করতে পারেননি ভুক্তভোগীর পরিবারটি। স্থানীয় প্রভাবশালী একটি চক্র বিষয়টি মিটমাট করে দেয়ার কথা বলে মামলা না করতে ভুক্তভোগীর পরিবারকে চাপ দেয়। পরে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মৌখিকভাবে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগী পরিবারকে এনে মামলা নেন।

ভুক্তভোগী ওই মাদরাসাছাত্রীর বাবা জানান, ‘শনিবার (১৩ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে তার মেয়ে একই এলাকার তার চাচাতো ভগ্নিপতি হান্নান সর্দারের বাড়ি থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলো। এ সময় পাশের বাড়ির জিয়া শেখ তাদের ঘরে কেউ না থাকার সুযোগে ওই শিশুটিকে ঘরে নিয়ে যায়। সেখানে গামছা দিয়ে মুখ বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয় প্রভাবশালী বিষয়টি মিট-মাট এবং মামলা না করার জন্য চাপ দেয়ায় চার দিন পরও তিনি মামলা করতে পারেননি।’

ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, ‘অভিযুক্ত যুবক স্থানীয় প্রভাবশালী। তাই স্থানীয় অন্য প্রভাবশালীরা তার পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ দেয়াসহ কালক্ষেপন করেন।’

এ বিষয়ে জানতে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এমন কি তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাই তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে অভিযুক্তের বাবা বলেন, ‘তার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে।’

পিরোজপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম হাওলাদার বলেন, ‘মৌখিকভাবে বিষয়টি খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগী ও বাবাকে এনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

সর্বশেষ