২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিতে ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ নিরাপদ প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ক্যাপাসিটি বি¬ডিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট বৃহষ্পতিবার সকাল ১০ টায় পিটিআই সড়কস্থ এসডিএ কার্যালয়ের প্রশিক্ষন কেন্দ্রে শ.ম দেলোয়ার হোসেন দিলিপ এর সভাপতিত্বে ও শামীমা নাসরিনের সঞ্চালনায় ক্যাপাসিটি বি¬ডিং ওয়ার্কশপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী স্বাস্থ্য ও পরিবর পরিকল্পনা অধিদপ্তেরর উপ-পরিচালক ডাঃ জসিম উদ্দিন মুকুল। ভার্চুয়ালে যোগদেন এসডিএ পরিচালক কেএম এনায়েত হোসেন। অনুষ্ঠানে আলোচনা করেন পটুয়াখালী পৌরসভার প্যানেল মেয়র সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাদিয়া আক্তার পারুল, কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর সাবেক প্রধান শিক্ষক এম.এ রব, নারী উন্নয়ন কর্মী মাহফুজা ইসলাম, ব্র্যাক’র জেলা সমন্বয়কারী মোঃ নেফাজ উদ্দিন, বøাস্টের কো-অর্ডিনেটর এড. আবু বক্কর সিদ্দিকী, আরডিএস’র পরিচালক একেএম খালেক, এফপিএবি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর স্বপন কুমার শিল, সুইস কনটাক্ট’ পিও মোঃ সাইদুল ইসলাম, জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের টেকনিক্যাল অফিসার মরিয়ম আক্তার মিতা, আনিকা তাসনিম প্রমুখ।
সভায় বক্তারা এমআর এবং এমআরএম বিষয় সহ নিরাপদ প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করনে নাগরিক সমাজের করনীয় সম্পর্কে বিস্তরিত আলোচনা করা হয়।

সর্বশেষ