৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে ৪ কোটি ফাইস্যা রেণুসহ ৪ জেলে আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোসাগরে অভিযান চালিয়ে ট্রলারসহ প্রায় ৪ কোটি ফাইস্যা রেণু, ২০ হাজার মিটার রেণু ধরা জাল, একটি ডিঙিনৌকা ও ৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। উদ্ধার মাছের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

বৃহস্পতিবার দুপুরে চর বিজয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নিদের্শক্রমে এসব মাছ বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়। এবং উদ্ধার জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী ও কুয়াকাটা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই কামরুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা।

আটক জেলেরা হলেন, মজিবুর রহমান (৩০), আবু ছাইদ (৩৮), মাসুম বিল্লাহ (৩০), আবুল বসার (৩৫)। এদের সকলের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়।

কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করা হয়েছে। উপকূলীয় এলাকায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ