৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মঠবাড়িয়ায় আওয়ামী লীগ নেত্রীর বসতঘর ভাংচুর, গ্রেপ্তার ৩

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ির সীমানার নির্মানাধীন পিলার ও বসতঘরে শুক্রবার সন্ধ্যায় ভাংচুরের অভিযোগে মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী মাকসুদা আক্তার বেবী শুক্রবার রাতে ৩ জন নামীয় ও অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় এ মামলাটি দায়ের করেন।

পুলিশ শুক্রবার রাতেই এজাহারভূক্ত আওলাদ মুন্সী (৫৫), জসিম খলিফা (৩০) ও আনসার খলিফা নামে ৩ জনকে গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানাযায়, জসিম খলিফার সাথে মাকসুদা আক্তার বেবী‘র বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সন্ধার দিকে প্রতিপক্ষ জসিম খলিফার নেতৃত্বে ১০/১২ জন লোক ওই সীমানা পিলার ভেঙে ফেলে ও মাকসুদা আক্তার বেবী‘র বসত ঘরে হামলা চালিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ও বিভিন্ন মালামাল ভেঙে তছনছ করে ফেলে।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসমীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ