২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রশাসনের ব্যাপক তৎপরতায় মির্জাগঞ্জে পালিত হচ্ছে কঠোর লকডাউন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মোঃ গোলাম সরোয়ার মনজু:  পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ এর কঠোর তদারকি ও পরিশ্রম এর কারোনে মির্জাগঞ্জ উপজেলায় পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী আজ ৩য় দিনেও প্রতিটি মোরে মোরে অবস্থান এবং শার্টডাউন পালনে জনগনকে বাধ্য করেছে। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত ১ লা জুলাই থেকে ৭ ই জুলাই পর্যন্ত কঠোর লকডাউনের আজ ছিল ৩য় দিন। ভোরবেলা থেকেই মির্জাগঞ্জ উপজেলার প্রধান প্রধান স্থানে করোনা সংক্রমণ বিস্তার রোধে জনসাধারণকে সচেতন এবং সরকারের নির্দেশ সম্পূর্নরুপে বাস্তবায়ন করিতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনাবাহিনী পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল তৎপর। সড়ক গুলোতে মুভমেন্ট পাশ যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন ছিল প্রায় শূন্যের কোঠায়। তবে বেশকিছু ব্যাটারি চালিত অটোরিক্সা চলতে দেখা গেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী যেসব ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট খোলা থাকিতে পারবে,তা ব্যতীত সবগুলোই ছিল বন্ধ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ তানিয়া ফেরদৌস এর পরিচালনায় উপজেলার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে করোনা ভাইরাসের ভয়াবহতা ও স্বাস্থ্যবিধি সম্বন্ধে সাধারণ মানুষকে অবগত করেন। তিনি আরও জানান,নিবিড় তত্বাবধানে মির্জাগঞ্জ থানা পুলিশ মির্জাগঞ্জ উপজেলার প্রত্যেকটি প্রবেশদ্বারে চেকপোস্ জনগণও করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য ঘর থেকে তেমন বাহির হচ্ছেন না। তারা আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল।

সর্বশেষ