১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরগুনায় চাচার চাঁদাবাজি মামলায় কারাগারে ভাতিজা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনা প্রতিনিধি ::: বরগুনায় ভাতিজার নামে চাচাকে পৈতৃক ভিটায় যেতে বাধাসহ চাঁদা দাদির অভিযোগে চাচা গোলাম মোস্তফার দায়ের করা মামলায় ভাতিজা আমির হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৮ মে) দুপুরে বরগুনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. হারুন আর রশীদ এ আদেশ দেন।

ওই ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি আমির হোসেন বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। বাদী গোলাম মোস্তফাও একই কলাকার বাসিন্দা। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৮ মার্চ সাহেবের হাওলা এলাকায় গোলাম মোস্তফার নির্মাণাধীন বসত ঘরে রামদা ও শাবল নিয়ে প্রবেশ করে নির্মাণসামগ্রী ফেলে দেন আমির ও তার লোকজন। এছাড়াও ঘরের আসবাবপত্র ভাঙচুর, নগদ ৪০ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

বাদী গোলাম মোস্তফা বলেন, আমার পৈতৃক ভিটায় ঘর তুলতে ভাতিজা আমির ও আউয়াল আমাকে বাধা দেওয়াসহ চাঁদা দাবি করে লোকজন দিয়ে কাজ বন্ধ করে দেয়। সঠিক বিচার পেতে আমি আদালতে মামলা দায়ের করেছি।

আসামি আমির হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। ওই জমির পৈতৃক সূত্রে আমরা মালিক। এ বিষয় আদালতে দলিলপত্রও দাখিল করেছি।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, বাদীর অভিযোগ আমলে নিয়ে ও আসামি আমির হোসেনের নামে এর আগেও একাধিক মামলা থাকায় তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সর্বশেষ