১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশাল শেখ হাসিনা সেনা নিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন 

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদকঃ
যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে কর্মসূচির শুরুতে দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদগুলোতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়।এরপর বিকাল ৪ টা থেকে বরিশাল শেখ হাসিনা সেনা নিবাসে সশস্ত্র বাহিনী দিবস ২০২২ ইং উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বিকাল ৪ টায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনী প্রধানরা নিজ নিজ বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সদস্য এবং তাদের পরিবারবর্গের সম্মানে পৃথক সংবর্ধনার আয়োজন করেন এবং উপস্থিত বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মূখপাত্র, সাবেক শিল্প মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি,পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি,জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বরিশাল এরিয়ার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, আরসিডিএস,এনডিসি,পিএসসি সহ অন্যান্য সংসদ সদস্যগনবৃন্দ সহ স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি এবং সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা সহ বীর মুক্তিযোদ্ধাগন সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দদের নিয়ে কেক কেটে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করে। এছাড়াও দিবসটি উপলক্ষে এরিয়ার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা এ দিবস উদযাপন উপলক্ষে উপস্থিত সকল অতিথি বৃন্দের সাথে মতবিনিময় করে এবং বক্তব্য প্রদান করেন।

সর্বশেষ