১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
এসএমসি প্লাসের সব ড্রিংকস বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ পুলিশ বক্সে আ*গুন দিল অটোরিকশাচালকরা তালতলীতে এক চেয়ারম্যান প্রার্থীসহ দুই ভাইস চেয়ারম্যানের মনোনয়ন প্রত্যাহার পিরোজপুরে সাড়ে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ২৫ বছর পর গ্রেপ্তার আমাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, ভোটার আনবে প্রার্থীরা : বরগুনায় ইসি হাবিব বরিশালে বিশ্বনবী (সাঃ)কে কটুক্তি করায় গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জালে ধরা পড়লো ২১ কেজির ভোল মাছ, সাড়ে ৩ লাখে বিক্রি রাখাল ছেলে ---সৈয়দুল ইসলাম কলাপাড়ায় সড়কে দেখা মিললো বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের এবার নির্মাণাধিন ভবন থেকে চাঁদাবাজি রোধ করতে বিএমপির নতুন উদ্যোগ

বাউফলে হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেলেন স্বামী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালী বাউফলে স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছেন মিরাজ নামের এক পাষণ্ড স্বামী। মঙ্গলবার (৭ মে) সকালে বাউফল হাসপাতালে স্ত্রী তাকিয়ার (১৮) লাশ রেখে পালিয়ে যান স্বামী।

তাকিয়া সূর্যমণি ইউনিয়নের রামনগর গ্রামের হোসেন হাওলাদারের মেয়ে।

প্রায় ১ বছর আগে বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার ফজলু গাজীর ছেলে মিরাজের সঙ্গে তাকিয়ার বিয়ে হয়ে। বাউফল থানার পুলিশ হাসপাতাল থেকে তাকিয়ার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছেন।

তাকিয়ার ভাবী ঝুমুর বলেন, বিয়ের পর থেকে তাকিয়ার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতো মিরাজ। যৌতুকের জন্য তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতো শ্বশুর ও শ্বাশুড়ি। গত তিন দিন ধরে তাকিয়াকে প্রচুর মারধর করে মিরাজ। বিষয়টি মোবাইল ফোনে তাকিয়া তার ছোট ভাইকে জানায়। মঙ্গলবার সকালে শ্বশুর বাড়ি থেকে ফোন করে তাকিয়ার অসুস্থতার খবর দেওয়া হয়। বেলা ১১টায় তাকিয়ার মা হনুফা বেগম বাউফল হাসপাতালে যাওয়ার পর জোড়পূর্বক তার স্বাক্ষর নেয় কয়েকজন যুবক। পরে হনুফা বেগমকে বলা হয় তাকিয়া আত্মহত্যা করেছে। এরপরই তাকিয়ার স্বামী মিরাজ হাসপাতাল থেকে পালিয়ে যায়। মেয়ের মৃত্যুর খবর জেনে মা হনুফা কান্নায় ভেঙে পড়েন।

নাম প্রকাশ না করার শর্তে বাউফল হাসপাতালের এক নার্স বলেন, তাকিয়ার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

তাকিয়ার মা হনুফা বেগম বলেন, মিরাজ মাদকাসক্ত। সে যৌতুকের জন্য আমার মেয়েকে হত্যা করেছে। আমি বিচার চাই।

মারধর করে হত্যার অভিযোগ অস্বীকার করেন তাকিয়ার শ্বশুর ফজলু গাজী।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলেই হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ