১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাদলপাড়ায় করোনা রোগী শনাক্ত ! ১৮ ঘর লকডাউন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাকেরগঞ্জ প্রতিনিধি:

বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামে এবার শনাক্ত হলো করোনা পজিটিভ রোগী। আন্দিরপাড় শিকদার বাড়ির এক ব্যবসায়ীর করোনা ধরা পড়ে। সে চরামদ্দি বাজারে রডসিমেন্টের ব্যবসা করেন। এ ঘটনায় তাকে আইসোলেটেড রাখা সহ ১৮ টি ঘর লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়।

এদিকে আগে থেকেই এলাকাবাসী বেশ সচেতন থাকলেও ইউপি চেয়ারম্যান এ ব্যাপারে ছিলেন অনেকটা উদাসীন। এলাকাবাসী এমন অভিযোগ করে বলেন, আমাদের এলাকায় ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে তেমন কোন সচেতনতা মূলক তৎপরতা ছিলনা। তাছাড়া চরামদ্দি ক্যাম্প পুলিশ দু’এক জায়গায় একটু কড়াকড়ি করলে তাতেও আপত্তি জানান চেয়ারম্যান গাওসেল আলম লাল। বহিরাগতদের বিষয়ে তালিকা দিলে চেয়ারম্যান বলেন ইউপি সচিবের কাছে দেন। আর ইউপি সচিব বলেন আমি রান্নায় ব্যস্ত, ওসব তালিকা নেওয়ার সময় নাই। এমনই অভিযোগ একাধিক ভুক্তভোগীর।

এদিকে হঠাৎ করোনা রোগী শনাক্তের খবরে এলাকায় আতংক দেখা দিয়েছে। তাছাড়া আক্রান্ত ব্যক্তি কিভাবে আক্রান্ত হলেন সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

তবে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

সর্বশেষ