৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বানারীপাড়ায় ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত শিশু শিক্ষার্থী অনিক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি ::: বরিশালের বানারীপাড়ায় ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে অনিক নামের এক শিশু শিক্ষার্থী।

সে সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা গেছে, বুধবার (১৫ মার্চ) দুপুরে বন্দর বাজারের সিকদার বোর্ডিংয়ের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অনিক অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভবন সংলগ্ন নিচের টিনের চালায় পড়ে যায়। এতে তার ডান হাত ও পেট মারাত্মকভাবে ঝলসে যায়। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ৪নং বেডে সে চিকিৎসাধীন আছে।

উল্লেখ্য, অনিক বানারীপাড়া পৌর শহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা ও বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম রিপনের ছোট ছেলে। অনিকের পরিবার ছেলের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

সর্বশেষ