১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বুয়েটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কোভিড-১৯ পরিস্থিতির কারণে পিছিয়ে গেল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের ভর্তি পরীক্ষাও। নতুন ঘোষণা অনুযায়ী দুই দফায় অনুষ্ঠিত হতে যাওয়া ভর্তি পরীক্ষার প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে আগামী ৩০ জুন ও ১ জুলাই এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষা হবে ১০ জুলাই।

বুয়েটের স্নাতক শ্রেণির ভর্তি ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে, রবিবার ভর্তিপরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

উল্লেখ্য, প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হলেই চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা। ইতোমধ্যে প্রাক-বাছাই পরীক্ষার জন্য শিফট ভিত্তিক তালিকাও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে, বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ৩১ মে ও ১ জুন চার শিফটে এক ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করবে বুয়েট। আগামী ১০ জুন বুয়েটের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূত্র- বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ