২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মঠবাড়িয়ায় পালিয়ে বিয়ের ৩ মাস পর কিশোরী বধূর রহস্যজনক মৃত্যু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের মঠবাড়িয়ায় পালিয়ে বিয়ে করার তিন মাস পরে মারিয়া আক্তার তন্বী (১৫) নামে এক কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিহতের শ্বশুর মুজিবুর রহমান, শাশুড়ি শিরিন বেগম, ননদ মাকসুদা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

তন্বীর মৃত্যুর ঘটনা পরিকল্পিত হত্যা দাবি করে তার ভাই মঙ্গলবার সকালে চারজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন- নিহত তন্বী আক্তারের স্বামী পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিনহাজুল রহমান রাব্বি, শ্বশুর অবসরপ্রাপ্ত শিক্ষক মুজিবুর রহমান, শাশুড়ি শিরিন বেগম, ননদ মাকসুদা আক্তার।

নিহত তন্বী উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের দুবাই প্রবাসী হাবিবুর রহমানের মেয়ে। সে মঠবাড়িয়া কেএম লতিফ ইনস্টিটিউশনের দশম শ্রেণির ছাত্রী ছিল।

সোমবার রাতে মাঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মারিয়া আক্তার তন্বীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনার পর থেকে তন্বীর স্বামী মিনহাজুল রহমান রাব্বি পলাতক রয়েছেন।

সর্বশেষ