১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

মাসুদ রানা’র মরদেহ গ্রহণে জাজিরায় শোকাহত পরিবার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বরিশাল বাণী’র উপ-সম্পাদক ও দৈনিক নবচেতনা’র ব্যুরো চীফ মাসুদ রানার মরদেহ গ্রহণ করতে শরিয়তপুরের জাজিরায় পৌছেছে তার স্ত্রী মিসেস মালা। সাথে রয়েছেন আরো কয়েকজন স্বজন। পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়মমাফিক প্রক্রিয়া সেড়ে মরদেহ গ্রহণ করবেন তারা।
মরদেহ নিয়ে চলে আসবেন বরিশাল শহরে। সেখানে প্রথম জানাযা শেষে তার পৈত্তিক বাড়ি আগৈলঝারায় ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কিছুক্ষণের মধ্যেই জানাযার স্থান ও সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, পদ্মা সেতু দক্ষিণ থানা সংলগ্ন জাজিরা প্রান্তে সোনালী ব্যাংক মোড়ে এলপি গ্যাস ভর্তি ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। রাত সাড়ে ৩টায় বরিশাল থেকে ঢাকাগামী রোগীবহনকারী দ্রুতগামী অ্যাম্বুলেন্সটি পদ্মা সেতু দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পিছন থেকে সজোরে ধাক্কা মারে এবং ট্রাকের চেচিছের ভিতর ঢুকে যায়। এসময় রোগী ও রোগীর স্বজনসহ অ্যাম্বুলেন্সের সবাই নিহত হয়। নিহতদের একজন বরিশালের সাংবাদিক মাসুদ রানা। পরে নিহতদের লাশ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

সর্বশেষ