১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
এসএমসি প্লাসের সব ড্রিংকস বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ পুলিশ বক্সে আ*গুন দিল অটোরিকশাচালকরা তালতলীতে এক চেয়ারম্যান প্রার্থীসহ দুই ভাইস চেয়ারম্যানের মনোনয়ন প্রত্যাহার পিরোজপুরে সাড়ে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ২৫ বছর পর গ্রেপ্তার আমাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, ভোটার আনবে প্রার্থীরা : বরগুনায় ইসি হাবিব বরিশালে বিশ্বনবী (সাঃ)কে কটুক্তি করায় গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জালে ধরা পড়লো ২১ কেজির ভোল মাছ, সাড়ে ৩ লাখে বিক্রি রাখাল ছেলে ---সৈয়দুল ইসলাম কলাপাড়ায় সড়কে দেখা মিললো বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের এবার নির্মাণাধিন ভবন থেকে চাঁদাবাজি রোধ করতে বিএমপির নতুন উদ্যোগ

মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে শারমীন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধিঃপিরোজপুরের ভাণ্ডারিয়ার এইচসি পরীক্ষার্থী শারমীন আক্তার এর মা শিউলী বেগম শনিবার দিনগত গভীর রাতে হঠাৎ মারা যান। এমন অবস্হায় মায়ের মৃতদেহ বাড়িতে রেখে রবিবার পরীক্ষা কেন্দ্রে বসেছেন। শোকার্ত শারমীন ভাণ্ডারিয়ার মাজিদা বেগম মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে এইচইচসি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষার্থী শারমিন আক্তার উপজেলার ৭নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের ফারুক ফকিরের মেয়ে। সে ভাণ্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী।
পরীক্ষার্থী শারমীন এর চাচা আব্দুল মালেক ফকির জানান, শারমিনের মা শিউলী বেগম দীর্ঘ দিন যাবত লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিল। শনিবার দিনগত রাত দ্ইুটায় ঢাকা প্রাইম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। পরিবারের স্বজনরা রবিবার সকালে মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। একদিকে পরিবারে স্বজনহারা শোকের মাতম আর অন্য দিকে শোকার্ত শারমীন পরীক্ষায় অংশ নিচ্ছে।
ভাণ্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি আসলেই হৃদয়বিদারক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় শোকার্ত শারমীন সে পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা কেন্দ্রের সকলেই মর্মাহত। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

সর্বশেষ