৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

যাত্রা শুরু করলো রাবা ফাউন্ডেশন এ্যাণ্ড গ্রন্থাগার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর নয়ন, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রাবা ফাউন্ডেশন এ্যাণ্ড গ্রন্থাগারের (রাজিয়া-বাশার) আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে রাবা ফাউন্ডেশন এ্যাণ্ড গ্রন্থাগারের শুভ উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ।

উদ্বোধন শেষে হাফিজুর রহমান বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। গ্রামের দারিদ্র্য শিক্ষার্থীরা রাবা ফাউন্ডেশন এন্ড গ্রন্থাগার থেকে বিশেষ সুযোগ সুবিধা পাবে। আমি, রাবা ফাউন্ডেশন এন্ড গ্রন্থাগারের শুভ কামনা করছি এবং এর কার্যক্রমে গতি আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করবো, ইনশাআল্লাহ। পরে তিনি রাবা ফাউন্ডেশন এ্যাণ্ড গ্রন্থাগার চত্ত্বরে ২টি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।
মানব কল্যাণের লক্ষ্যে ও শিক্ষার বিকাশ ঘটাতে কাজ শুরু করলো রাবা ফাউন্ডেশন এ্যান্ড গ্রন্থাগার।
গ্রন্থাগারের ব্যবস্থাপক মোছাঃ রাজিয়া বেগম বলেন, অসচ্ছল মানুষের পাশে সর্বদা রাবা ফাউন্ডেশন কাজ করে যাবে ইনশাআল্লাহ।
আমরা দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি সহায়তা প্রদানের পাশাপাশি তাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জাসদের সভাপতি জনাব হারুন অর রশিদ, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহমেদ প্রদীপ, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক উপবৃত্তি বিষয়ক সম্পাদক জাবিন মুস্তাকিম , উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অহিদুল হক স্বপন, জীবনগর বন্ধু রক্তদান কেন্দ্রের মনোহরপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা ফয়জুর রহমান খান নয়নসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ নাজমুল হক লাজু।

সর্বশেষ