৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরিশালের সুইমিংপুল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ,ডক্টর ,আ ন ... অবশেষে ভোলায় স্বস্তির বৃষ্টি পিরোজপুরে নামল স্বস্তির বৃষ্টি প্রবাসে স্বামীদের জিম্মি করে দেশে স্ত্রীদের ধর্ষণ করেন পাথরঘাটার মামুন! আমতলীতে কুরিয়ার সার্ভিসে ৮ কেজি গাঁজা, দেবর-ভাবি গ্রেপ্তার বাউফল উপজেলা নির্বাচনে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ আমি চেয়ারম্যান হতে নয়, এসেছি জনগণের সেবা করতে : খান মামুন আগৈলঝাড়ায় দুধ দিয়ে গোলস করে দল ত্যাগ করলেন বিএনপি নেতা বরিশালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২

যুদ্ধে অংশ গ্রহন করেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি বাবুগঞ্জের আব্দুল গনি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাবুগঞ্জ প্রতিনিধি॥ ৭১’র স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের বাসিন্দা সম্মূখ যোদ্ধা আব্দুল গনি মৃধা। বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে অনুপ্রেনিত হয়ে যুদ্ধের শুরুর দিকে বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান, যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব খানের সাথে তিনি যুদ্ধে অংশগ্রহন করেন বলে একটি প্রত্যায়ন দিয়েছে তৎকালিন বাবুগঞ্জ-গৌরনদীর মুক্তিযোদ্ধাকালিন বেইজ কমান্ডার মোঃ আবুল কাশেম। পরবর্তীতে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব খান ভারত গেলে বেইজ কমান্ডার মোঃ আবুল কাশেম এর সাথে বিভিন্ন অপারেশনে অংশগ্রহন করেন আব্দুল গনি মৃধা। স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা সহযোদ্ধা হিসাবে গনি মৃধাকে স্বিকার করলেও নথি ভুক্ত হয়নি তিনি। জানাযায়, ২০০৩ সালে তিনি স্বীকৃতি চেয়ে আবেদন করলে জেলা পর্যায় যাছাই বাছাইতে টিকে যায়। পরে তৎকালিন সরকারদলীয় কোন্দলে যাছাই বাছাই স্থগিত করা হলে তালিকাভুক্ত হয়নি তিনি। সর্বশেষ যাচাই বাছাইতে আর্থিক সংকটের জন্য আবেদন করেননি। আব্দুল গনি মৃধা বলেন, “ভাতা নয় মৃত্যুর আগে মুক্তিযোদ্ধা স্বীকৃতি চাই। তদন্ত সাপেক্ষে অন্তত যুদ্ধকালিন ত্যাগের স্বীকৃতি দেওয়া হোক আমাকে। মাধবপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম আলী সরদার বলেন, আব্দুল গনি মৃধা যুদ্ধকালিন সময় বাবুগঞ্জ মেলিটারি ক্যাম্পে,রহমতপুর ব্রীজ ও ছয়মাইল ব্রীজসহ কয়েকটি ঝুকিপূর্ণ অপারেশনে সরাসরি অংশগ্রহন করেন।

সর্বশেষ