২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজাপুরে জোড়া খুন মামলার আসামির আত্নসমর্পণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির রাজাপুরে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার আসামি মো. বাবুল হোসেন চৌধুরী আত্নসমর্পণ করেছে। উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদার ও ভাতিজা বেলায়েত হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার আসামি হন বাবুল।

বুধবার (৬ মার্চ) দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্নসমর্পণ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এ এইচ এম ইমরানুর রহমান তাকে জেল হাজতে পাঠায়।

জানা গেছে, গত ২০২৩ সালের ২৪ এপ্রিল সোমবার ৬ নম্বর ওয়ার্ড জগাইরআট বাজার থেকে বাড়ীতে যাওয়ার সময় সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত আব্দুর রব হাওলাদার ছেলে লিয়াকত হোসেন বাদী হয়ে ২০২৩, ২৫ এপ্রিল রাজাপুর থানায় মামলা করলে একই বছরের ২৭ অক্টোবর ১৫ জনের নামে চার্জশিট দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা রাজাপুর থানার এসআই মো. নাজমুজ্জামান।

মামলার বাদী মো. লিয়াকত হোসেন জানায়, মামলার আসামি ও তাদের স্বজনরা আমার নামে মিথ্যা মামলা দেওয়া সহ জীবন নাশের হুমকি দিয়ে আসছে।

মামলার আসামি পক্ষের আইনজীবী মো. নুর হোসেন জানায়, আসামি বাবুল সেচ্ছায় আত্নসমর্পণ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এ এইচএম ইমরানুর রহমান তাকে জেল হাজতে প্রেরণ করে। মামলার ছয়জন আসামি কারাগারে রয়েছেন এবং দুইজন জামিনে আছে। বাকিরা পলাতক রয়েছে।

সর্বশেষ