২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাবেক ক্রিকেটার সামি আর নেই

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার ও প্রথম ওয়ানডে খেলা ক্রিকেটার সামিউর রহমান সামি মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন সামির ছেলে রোহান।

ক্রিকেটকে বিদায় বলার পর আম্পায়ারিং ও ম্যাচ রেফারিংয়ের সঙ্গে জড়িত ছিলেন সামি। ব্রেন টিউমারের সঙ্গে হার্ট অ্যাটাক ও স্ট্রোক জনিত জটিলায়ও ভুগছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্যারিয়ারটা অবশ্য খুব বড় হয়নি সামির। খেলেছেন মাত্র দুটি ওয়ানডে। ক্রিকেট ছাড়ার পর বিসিবির প্যানেলভুক্ত ম্যাচ অফিশিয়াল হিসেবে যোগ দেন। আম্পায়ারিংয়ের পর দায়িত্ব পালন করে ম্যাচ রেফারি হিসেবে। ফাস্ট ক্লাস আর লিস্ট-এ মিলিয়ে ২৮ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলেছেন। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৩৬টি ম্যাচে।

ইউসুফ বাবু নামে পরিচিত ইউসুফ রহমান সামির ভাই। দুজন একত্রে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছেন।

১৯৮৬ সালে এশিয়া কাপ প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে, যেটা ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্বীকৃত ওয়ানডে। সে ম্যাচে বল হাতে উইকেট না পেলেও দারুণ বোলিং করেন সামি। মহসিন খান, রমিজ রাজা, জাভেদ মিয়াঁদাদদের বিপক্ষে বোলিং করে ৭ ওভারে মাত্র ১৫ রান দেন।

সর্বশেষ