৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী দুমকিতে কৃষকদের মধ্যে মুগডাল ভাংগা মেশিনের ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ ওবায়দুর রহমান অভি ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে ভিশন ২০৪১ বাস্তবায়ন বিষয়ক সেমিনার অন... তজুমদ্দিনে রাস্তা চওড়া করার নামে কাটা হবে ৮৫৬টি গাছ, স্থানীয়দের ক্ষোভ নাজিরপুরে বাসচাপায় চেয়ারম্যান প্রার্থী কর্মীর মৃত্যু মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু র‌্যাবের অভিযানে বরিশাল শেবাচিম থেকে দালাল চক্রের ২৫ সদস্য আটক বরিশাল মহানগর আ.লীগের কোষাধাক্ষের বিরুদ্ধে সাইবার অপরাধে মামলা বামনায় ডৌয়াতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকসহ ৪ শিক্ষার্থী অসুস্থ

হাত-পা বেঁধে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে ব্যবসায়ীসহ পরিবারের লোকজনের হাত-পা বেঁধে স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ডাকাতদল। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ভুক্তভোগী ব্যবসায়ী করিম সওদাগর বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রোকনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে, খবর পেয়ে মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) ড. এইচএম কামরুজ্জামান, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় পুলিশ কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় ১৫-২০ জন ডাকাত ব্যবসায়ী করিম সওদাগরের বাসায় প্রবেশ করে। এর মধ্যে ৭-৮ জন মুখোশ পরিহিত ছিল। একপর্যায়ে করিমসহ পরিবারের অন্যান্যদের হাত-পা বেঁধে ফেলে ডাকাত দল। পরে ঘরে থাকা ৫-৬ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। পরে চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজন এসে তাদের হাত-পা খুলে দেয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

করিম সওদাগর জানান, ডাকাতদল তাদের বেঁধে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। ঘটনার পর থেকে পরিবার নিয়ে তিনি আতঙ্কে রয়েছেন।

বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, করিম সওদাগর ইউনিয়নের পোদ্দার বাজারের রড-সিমেন্টের ব্যবসায়ী। ডাকাতির ঘটনায় ভয়ে তারা মামলা করতে রাজি হচ্ছে না।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চলছে

সর্বশেষ