১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বাকেরগঞ্জ বন্দরে চলছে ঈদের কেনাকাটা !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কামরুল হাসান সোহাগ, বিশেষ প্রতিনিধিঃ
করোনা সংক্রমনের ঝুঁকি এড়াতে বরিশাল জেলার সকল উপজেলায় পরবর্তী নির্দেশ না দেয়া অবধি (জরুরী প্রয়োজনীয়) ব্যাতিত সকল দোকান পাট বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে বরিশালের বিজ্ঞ জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা জারি থাকা সত্তেও বাকেরগঞ্জ বন্দরের অনেক দোকানের ১ টি সাটার খোলা রেখে ভিতরে ক্রেতা সমাগম ঘটিয়ে চলছে ঈদ কেনাবেচা। এতে করে তৈরি হচ্ছে মারাত্মক করোনা সংক্রমনের ঝুঁকি। ফলে আশেপাশে বসবাসরত সচেতন নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ উৎকন্ঠা। তারা জনস্বার্থের ঝুঁকি বিবেচনায় প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে মুঠোফোনে আলাপকালে ইউএনও মাধবী রায় বলেন, করোনাকালিন সরকারি নির্দেশনা বাস্তবায়নে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন শুরু হতে সর্বদা তৎপর রয়েছে। তথাপিও কিছু অতিলোভী দোকানী প্রশাসনের অনুপস্থিতির সুযোগে বিভিন্ন কৌশলে কেনা-বেচা চালাচ্ছে বলে জানতে পেরেছি। আমরা এ বিষয়ে শিঘ্রই অভিযান পরিচালনা করার প্রস্তুুতি নিচ্ছি। পাশাপাশি তিনি নাগরিকদের নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলতে ও ব্যাক্তিগত সচেতনতা বৃদ্ধির আহবান জানান।

সর্বশেষ