১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

পবিপ্রবি’র ২১ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হাম্মাদ ইমাদুল হক ফিরদাউছ প্রিন্সঃ- কোভিট-১৯ মহামারির কারণে চলমান কঠোর বিধিনিষেধ থাকায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত পরিসরে পালন করা হয়েছে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সংক্ষিপ্ত কর্মসূচীর শুরুতে ৮ জুলাই, বৃহস্পতিবার সকাল

১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্যার জাতীয় পতাকা উত্তোলন করেন। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর মোহম্মদ আলী স্যার। এরপর জাতির
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য ও বঙ্গবন্ধু’র মুর‌্যালে পুষ্প স্তবক
অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত । এ সময় বিশ্ববিদ্যালয়ের
ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব জনাব সুজন কান্তি মালী’র সঞ্চালনায় এক সংক্ষিপ্ত ভার্চুয়াল আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ছত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। ভার্চুয়াল আলোচনায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত তার বক্তব্যে বলেন, দক্ষিনাঞ্চলের জনগনের দোড়গোড়ায় শিক্ষা প্রসারের লক্ষ্যে ২০০০ সালের ৮ জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিশ্বমানের গ্রাজুয়েট তৈরীর লক্ষ্যে তিনি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের
সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহবান
জানান।

সর্বশেষ