বরিশাল বাণীঃ বরিশালে ইউএনওর বাসভবনে হামলাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার অবশেষে সমঝোতা হয়েছে।
রবিবার রাতে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক বৈঠকে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, ইউএনও মুনিবুর রহমান, বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল ও জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দারসহ কর্মকর্তারা বসে মিমাংসা করেন। এ সময় সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
বরিশালের ঘটনা ভুল বোঝাবুঝি হয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম রবিবার দুপুরে জানিয়েছিলেন, শিগগিরই সমস্যার সমাধান হচ্ছে। অবশেষে রাতেই সেই সমাধান এলো।
বিস্তারিত আসছে…