২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

“জগৎ ও সংসার” —- মোহাম্মদ এমরান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

“জগৎ ও সংসার”
—- মোহাম্মদ এমরান

জ্ঞানী বসিয়া ভাবে নিরবে
মূর্খ দেয় চিৎকার!
ইমানদার সুযোগ দেয় সুধিতে
মোনাফেক ছোঁড়ে ফুৎকার!

জাতের ধনী যায় বোঝা তার
দেখিলে আচার!
পরের ধনে পোদ্দারির থাকে
শুধুই অহংকার!

সবল সদা চায় পাইতে
দূর্বলের হাহাকার!
কর্মঠ মরে করিয়া কাজ
অলস বসে থাকে চাটুকার!

প্রজার ঘামে ধন আসে গোলায়
বিলান জমিদার!
ভুখা নাঙা পথে পথে গোরে
জোটে না খাবার!

জগতের মাঝে যাহা কিছু ঘটে
সবই হুকুম তার!
তবুও মানুষ নিজের করিয়া চায় গড়িতে জগৎ ও সংসার!

======\\\\\======

১০/০৯/২০২১ ইং

সর্বশেষ