২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে মুক্তিযোদ্ধার নাতিকে মারধর ও হাত ভেঙে দেয়ার অভিযোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের বিমানবন্দর থানাধীন ৩০ নং ওয়ার্ড চঠা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার নাতি মোঃ বায়েজিদ মোল্লা (২৫) কে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম ও হাত ভেঙে দিল প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে ।
মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত বায়জিদ মোল্লা ওই গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন হাওলাদারের নাতি।
বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত সূত্রে জানা যায় , আহত বায়েজিত মোল্লার পিতা আব্দুর রাজ্জাক মোল্লা একই এলাকার বাসিন্দা কাঞ্চন হাওলাদারের ছেলে সনেট হাওলাদারের ওষুধের দোকানের ডেকোরেশন এর কাজ করে। ঘটনার দিন সকালে একটু দেরিতে সেই কাজ করতে গেলে এ সময় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করে।
এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। ঘটনার সময় কাজের হিসাব এর টাকা চাইতে গেলে পুনরায় তার মা বোন নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে সনেট হাওলাদার । এ সময় বাইজিদ মোল্লা প্রতিবাদ করলে সনেট হাওলাদারের নেতৃত্বে তার ভাতিজা সোহান হাওলাদার সহ অজ্ঞাত চার-পাঁচজন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ও তার বাম হাত পিটিয়ে ভেঙে দেয়।
এ সময় মুক্তিযোদ্ধার পরিবার কে বিভিন্ন ধরনের গালিগালাজ ও হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে যায়।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে।
মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলার ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার ।
এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

সর্বশেষ