২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দর্শনা থানার আয়োজনে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর নয়ন, চুয়াডাঙ্গা: 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার আয়োজনে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ হলরুমে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ই আগস্ট) বিকাল ৪টার সময় বিট পুলিশিং কার্যক্রমের (বিট নং-৪) আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ এনামুল করিম ইনু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লা বাহার,সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও থানা পুলিশের সদস্যরা।

এ সময় কনক কুমার দাস বলেন, পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রতিটি বিটের দাযিত্বপ্রাপ্ত অফিসারগণ সংশ্লিষ্ট বিট এলাকায় মিনি ওসির দায়িত্ব পালন করবেন। বিট সংশ্লিষ্ট এলাকায় কোন সমস্যা হলে তার জবাবদিহি বিট অফিসারকেই দিতে হবে।

তিনি আরও বলেন, দর্শনা যেমন কেরু চিনিকলের জন্য বিখ্যাত, তেমনি মাদকের জন্য ও বিখ্যাত। মাদক খেয়ে সাধক হওয়া যায়না। এজন্য পরিবর্তন আগে নিজের মাঝেই আনতে হবে। আইজিপি স্যারের নেতৃত্বে এ বছরের মধ্যেই আমরা দেশকে মাদকমুক্ত করবো। একাজে আপনাদের সকলের সহযোগিতা অপরিহার্য।

উল্লেখ্য, কুড়ুলগাছি ইউনিয়ন বিটের দায়িত্ব পালন করবেন এসআই সাইফুল ইসলাম এবং এএসআই শাহিন।

সর্বশেষ