২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিসের বড়াই করো মানুষ- রাজিব খান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কিসের বড়াই করো মানুষ
কি আছে তোমার ।
চোখ বুঝিলে পড়বে খশে
সম্পদের পাহাড় ।

কালকে যাহা ছিল অন্যের
আজ হল তোমার,
আজকে দেখ যা যা তোমার
কাল যেন কাহার,
তবু কেন পাল্টাই না মোর
অসৎ ব্যবহার ।।

বিধাতার ই সৃষ্টি যত
আছে এই সংসার,
পুরান ভাঙ্গা নতুন গড়া
এটাই যে তার কারবার,
যেমন ভেঙ্গে গড়ে নদীর
এপার আর ওপার।।

এল যারা গেল তারা
যেতে হয় সবার,
কখন জানি ডাক এসে যায়
তোমার আর আমার,
সময় থাকতে ও অবুঝ মন
হ‌ইয়ো হুঁশিয়ার ।

মহা জনে ষোল আনা,দিয়েছিলেন ধার।
রংবাজারে সওদা করে, পাইনা খুঁজে আর।
রাজিব কান্দে কড়ি বিনে,কেমনে হবে পাড়,
মূর্সিদ উছিলাতে সিন্ধু, হয়ে যাবো পার।।

সর্বশেষ