১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
জাল ভোট পড়লেই ভোটকেন্দ্র বন্ধ : ঝালকাঠিতে ইসি আহসান বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ বরগুনায় জুয়া খেলার ছবি তোলায় সাংবাদিককে মা*রধর, ক্যামেরা ছিন*তাই দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য ! পাথরঘাটায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ বরিশালে বাড়ছে তালপাখার চাহিদা অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশাল স্টেডিয়ামে : পানিসম্পদ প্রতিমন্ত্রী গলাচিপায় নাগরিক কমিটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং যুক্তরাজ্যে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশী চিকিৎসক ডা. শরিফুল হালিম

মির্জাগঞ্জে অটো বাইকের ভাড়া বেশী নেওয়ার প্রতিবাদ করায় যাত্রিকে মারপিট অতপর মামালা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মোঃগোলাম সরোয়ার মনজু

মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং বাজারে অটোবাইকের ভাড়া বেশী নেওয়ার প্রতিবাদ জানালে এক পর্যায়ে যাত্রীর সাথে হাতাহাতি ও মারামারির রুপ নেয়।

অভিযোগ সূত্রে জানা যায় আজ সোমবার (১৪ ;০৯ ২০২০ ) মোঃ বাদল আকন (৩৭) পিং সুলতান আকন (২ সেপ্টেম্বর) রাত ৮.৩০ ঘটিকার সময় সুবিদখালী হইতে রানার অটোরিক্সায় বাড়ির উদ্দেশ্যে (মজিদবাড়িয়া) রওনা হয় ও গাড়িতে থাকা একটি ছোট বাচ্চার কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার প্রতিবাদ করলে অভিযুক্ত রানা (২৮) ও তার সাথে থাকা হিরু খান (৩০)এর সাথে কথার কাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা অসুস্থ যাত্রী বাদল আকন কে বেদরক মারপিট করে এবং তার সাথে থাকা ত্রিশ হাজার টাকা হাতিয়ে নেয়।

বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশার জন্য দুই পক্ষ একমত হলে শালিশগন (৩ সেপ্টেম্বর) বৈঠকে সকলের বক্তব্য শোনেন ও সালিশগন অভিযুক্তকে বিশ হাজার টাকা জরিমানা করেন এবং অভিযুক্তরা দোষ স্বীকার করে তা মেনে নেন। পরবর্তীতে (১১ সেপ্টেম্বর) উক্ত টাকা পরিশোধ করার কথা থাকলেও অভিযুক্তরা টাকা দিবে না বলেন। এই ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি প্রদান করা।
এ ব্যাপারে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দাখিল করেন

মির্জাগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ