২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাউখালীতে মুজিব শতবর্ষের ২য় পর্যায়ে আড়াই ’শ গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ২৫০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে আগামী রবিবার ( ২০জুন) জমিসহ ঘর দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৯ জুন) বিকেলে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা উপজেলা পরিষদ সভা কক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে নির্বাহী অফিসার জানান, প্রধানমন্ত্রী রবিবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ২য় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি পরবারকে জমিসহ গৃহ প্রদানের উদ্বোধন করবেন। এর মধ্যে কাউখালী উপজেলার ২৫০ টি পরিবার ঘর পাবেন। প্রত্যেক পরিবারের জন্য দুইশতক জমিসহ নির্মিত ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে চলতি বছরের ২৩ জানুয়ারি কাউখালী উপজেলার ১১০টি পরিবার ঘর পান।

সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ