৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পবিপ্রবিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে কর্মশালা ও আলোচনা সভা। দুমকি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। এনডিবিএ'র শোক প্রকাশ গলাচিপায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু ঝালকাঠিতে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে ছোট গ্রেফতার ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরিশালের সুইমিংপুল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ,ডক্টর ,আ ন ... অবশেষে ভোলায় স্বস্তির বৃষ্টি পিরোজপুরে নামল স্বস্তির বৃষ্টি প্রবাসে স্বামীদের জিম্মি করে দেশে স্ত্রীদের ধর্ষণ করেন পাথরঘাটার মামুন!

বরিশালে আগুনে বসত ঘর পুড়ে ছাই ! অল্পের জন্য রক্ষা পেল তিনজন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল কবির:

বরিশালের কাজীরহাট থানাধীন লতা ইউনিয়নের আসলী সন্তোষপুর গ্রামে মুত্যু আলতাফ হাওলাদারের বসত ঘরে গত ১২ জুলাই গভীর রাতে আগুন। ৭৫ বছরের বৃদ্ধা খাদিজা বেগম পুএবধু হাওয়ানুর (৩৫) ও নাতি নবীন (৭) বেঁচে গেলে ও পুড়ে গেল বারান্দার টিনের চাল সহ বিল্ডিং ঘরের মালামাল। জানাগেছে, প্রায় ২ সপ্তাহ পূর্বে আগুন লাগানোর জন্য আসলেও ব্যর্থ হয়েছে তবে প্রেটলের গন্ধ আসে।। খাদিজা বেগম জানায়, টিনের বারান্দায় আগুন দেয় প্রেটল দিয়ে। এক খাটে আমি সহ পুএবধু ও নাতী কে নিয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ি। ঘটনার রাতে আমার পুএবধূ হাওয়ানুরের ঘুম ভেঙ্গে যায় । অসহ্য গরম ও ধুয়ার অতিষ্টে চোখ জ্বলছে। হাওয়ানুর আমাকে ও নাতী কে উঠিয়ে ঘর হতে বের হয়ে ডাক চিৎকার করলে বাড়ির ছাত্তার হাং, হারুন হাং, কামাল হং উঠে দেখে আগুন জ্বলছে অতঃপর তাদের ডাকচিৎকারে পার্শ্ববর্তী মহিলা পুরুষ বের হয়ে পানি দিয়ে আগুন ২ ঘন্টার প্রচেষ্টায় নিভাতে সক্ষম হলেও ঘরের আসবাপএ পুড়ে গেছে। বাড়ির ছাত্তার হাং নিকট জানতে চাইলে তিনি আগুনের বিষয়টি সত্যতা স্বিকার করেন। পুএবধু হাওয়ানুর কে খোঁজ করলে বাড়ি পাওয়া যায়নী । বসত ঘরের অসবাপএ কি পরিমান আগুনে পুড়ে গেলেও ক্ষতির পরিমান সর্ম্পকে জানতে চাইলে খাদিজা বেগম জানায় আমার পুএবধু বলতে পারবে। কাজীরহাট থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানায়, ঘটনায় অভিযোগ বা মামলা হয়নী।

সর্বশেষ