১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কবিতা “জাগ্রত আক্তারুজ্জামান”

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

“জাগ্রত আক্তারুজ্জামান”
—-সিবলু মোল্লা।

আমিতো দেখেছি জাগ্রত সদা,
পাতিয়া রাখিতে কান।
আক্তারুজ্জামান কে দেখিনি ধরিতে,
মিছে ঘুমাবার ভান।

বিন্দু বিন্দু ভালবাসায়,
অথৈই সিন্ধু জল।
গভীরতা তার এমনই হল,
খুঁজে না পাই তল।

আমি ছিলাম হতাশার কাফনে,
জড়ানো জীবন্ত লাশ।
উৎসাহ দেয়নি কেহ,
বরং করেছিল উপহাস।

কূল ঠাঁই হীন দরিয়ার মাঝে,
উথাল পাথাল ঢেউ।
তুমি বিনে সাঁতার আমায়,
শিখাতে চায়নি কেউ।

হৃদয়ে করেছিলে সাহস সঞ্চার,
করেছিলে মনমানসিকতা উদ্বুদ্ধ।
তুমিই সেই উজান মাঝি,
শিখাইও ভাটিকালেও করিতে যুদ্ধ।

সর্বশেষ