১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
এবার নির্মাণাধিন ভবন থেকে চাঁদাবাজি রোধ করতে বিএমপির নতুন উদ্যোগ বরিশালে অনলাইন জুয়ারী গ্রেফতার বরিশাল বিমানবন্দর এরিয়া ভাঙ্গন রোধে কাজ করছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী বিমানবন্দরে গৃহবধূকে মারধর।। বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা: চরম দুশ্চিন্তায় জেলেরা ! মায়ের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ মেয়ের, শাস্তির দাবিতে মানববন্ধন উজিরপুরে তাবিজ দেয়ায় ইমামকে বহিষ্কার, খুলে নেওয়া হলো দানের মালামাল বাউফলে বজ্রপাতে শ্রেণি কক্ষে সংজ্ঞা হারিয়ে হাসপাতালে দুই শিক্ষার্থী চরফ্যাশনে বিদ্যুৎস্পৃ*ষ্টে প্রাণ গেল শিশুর দশমিনায় মোবাইল না দিয়ে মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আ*ত্মহ*ত্যা

পটুয়াখালী ডিবি কর্তৃক হ্যাকার গ্রেফতার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী ডিবি কর্তৃক হ্যাকার গ্রেফতার ।
গত ২৯-০৯-২০২১ বিকাল ৪.৩০ ঘটিকায় সময় জনৈক মোঃ ফারুক হোসেন মৃধা, কলেজ রোড, পটুয়াখালী এর ব্যবহৃত মোবাইল নং এ অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন দিয়া বলে যে, ভুলক্রমে একটি পিন নাম্বার এসেছে পিন নাম্বার জানতে চাইলে তিনি আগত পিন কোড নাম্বার জানিয়ে দেন। এরপর হতে তার ব্যবহৃত ফেইসবুক আইডি হ্যাক হয়ে যায়। অজ্ঞাতনামা ব্যক্তি অভিযোগকারীর ফেইসবুক আইডি পাসওয়ার্ড পরিবর্তন করিয়া অভিযোগকারীর ম্যাসেঞ্জার থেকে তাহার বিভিন্ন ফেইসবুক ফ্রেন্ডদের নিকট হ্যাককৃত ম্যাসেঞ্জার হইতে বিকাশে টাকা চায়। এই তথ্যটি পুলিশ সুপার, পটুয়াখালী মহোদয়ের গোচরীভূত হলে সাইবার ক্রাইম ইউনিট, পটুয়াখালী জেলা গভীর ও নিবিড় বিশ্লেষন পূর্বক জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালীকে তথ্য ও উপাত্ত সরবারহ করে। প্রাপ্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা ব্যক্তির অবস্থান নিশ্চিত হয়ে মোঃ সজীব(২০), পিতা- মৃত মামুন, সাং- উত্তর লাকুরতলা, থানা-জেলা- বরগুনাকে পটুয়াখালী ডিবি টিমের এসআই(নিঃ) সজল কান্তি দাস, এসআই(নিঃ) সম্বিত রায়, এসআই(নিঃ) এম নজরুল ইসলাম ফারুক সহ সংগীয় ফোর্স সহ বরগুনা জেলার সদর থানাধীন গৌরিচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা গ্রাম থেকে গতকাল ইং ০৫-১০-২০২১ সন্ধ্যা ১৯.০০ ঘটিকায় গ্রেফতার করিতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে। উক্ত আসামী নিজ নামীয় এবং অপরের এনআইডি ব্যবহার করিয়া বিভিন্ন সময়ে একাধিক সিম সংগ্রহ করিয়া ডিজিটাল প্রতারণার মাধ্যমে এইভাবে বিভিন্ন ব্যাক্তির ফেইসবুক আইডি/মোবাইল নাম্বার হ্যাক করিয়া প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করিয়া থাকে। এই অপরাধী দলের একটি বিশাল চক্র রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত আছে। এতদবিষয়ে পটুয়াখালী থানার মামলা নং-০৬, তারিখঃ ০৬-১০-২০২১ খ্রিঃ, ধারা-২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২২/২৪/৩৫ ধারা রুজু করা হইয়াছে।

সর্বশেষ