২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে শহরের বাস টার্মিনাল থেকে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএ এর আয়োজনে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু মো: সাজ্জাদ হোসেন। পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সড়ক বিভাগের নির্বাহী পরিচালক তুহিন আল মামুন, বিআরটিএ এর ইন্সেপেক্টর আব্দুল মতিন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল হালদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

এসময় বক্তারা বলেন জাতীয় নিরাপদ সড়ক দিবস কেনো হলো আমরা কেনো এ দিবসটি পালন করি তা আমাদের জানতে হবে। সড়ক দূর্ঘটনায় প্রতি বছর কয়েক হাজার হাজার মানুষের মৃত্যু হয়। আমাদের অধিকাংশ বাজার দোকান রাস্তার পাশে বাজারের মধ্য দিয়ে রাস্তা চলে গেছে মানুষ অনেক অসচেতন ফলে প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। দূর্ঘটনা এড়াতে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। একটি দূর্ঘটনা শুধু একজনেরই প্রান নেয় না পথে বসিয়ে দেয় একটি পরিবারকে। জীবন চলে গেলে আের তা ফিওে পাওয়া যায় না তাই আমাদের সচেতন হতে হবে সড়কে প্রতিযোগীতা নয়। নিরাপদ সড়ক নিরাপদ যাত্রা অধিক সচেতনতা নিয়েই আমাদের চলাচল করতে হবে।

সর্বশেষ