২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

“সাগরদী রোডের কান্না” : —–মাসুম বিল্লাহ্

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

“সাগরদী রোডের কান্না”

—মাসুম বিল্লাহ্

সাগরদী বাজার রোডের কান্না
দেখার কি কেউ আছে?
চলতে গিয়ে হররোজ জনগণ
নোংরা জলে ভাসে৷

ভাঙাচোরা খানাখন্দ ভরা
পঁচা নোংরা পানি,
গায়ে লেগে হরহামেশা
হয় যে চুলকানি ৷

রাস্তা তো নয় ডোবানালা
ব্যাক্টেরিয়ার বাস,
ইচ্ছে হলেই করা যাবে
থাই মাগুরের চাষ৷

উঁচা ঠালা রাস্তায় যখন
রিকসায় মানুষ চড়ে,
মনে হয় যেন জাহাজে সে
সাইক্লোন নামক ঝড়ে ৷

এ্যাম্বুলেন্সে এইনা রাস্তায়
রুগী যখন সাঁতরায়,
অসুস্থ্য সেই রুগীরা তখন
মরন যন্ত্রণায় কাতরায়৷

চামড়া গেছে বহুত আগেই
হাড্ডি ও যায়যায়,
পরান বুঝি যায় চলে রাস্তার
শেষ বেলা তরপায়৷

যাতায়াতে কষ্ট ভীষণ
বাড়ছে ও দুর্গতি,
এবার একটু দৃষ্টি দিন’না
ওহে সমাজপতি!

17/06/2020

সর্বশেষ