২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান শাহীন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণীঃ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনিত হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যপক ডাঃ মনিরুজ্জামান শাহীন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার এক পত্রের মাধ্যমে (স্বারক নং রেজি/প্রশাসন-৪/৭৪১১৪-২৩) মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। ওই পত্রে তিনি উল্লেখ করেছেন, শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অর্থোপেডিকস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান শাহীনকে সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(আই) অনুযায়ী একাডেমিক পরিষদ (২১-০৩-২০২২) কৃর্তক ঢাকা বিশ্ববিদ্যালরে সিনেটের সদস্য মনোনীত করা হয়েছে। পত্রে অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান শাহীনকে সিনেট সদস্য হওয়ায় অভিনন্দন জানানো হয়। অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান শাহীন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট একাডেমি পরিষদ ১০ জন শিক্ষক মনোনীত করা হয়েছে। এদিকে পত্রটি শের-ই-বাংলা মেডিকেল কলেজের আসার পর আনন্দ বইছে ক্যাম্পাসে। মেডিকেল কলেজের অনান্য শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা অধ্যক্ষ ও অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান শাহীনকে অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ