১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধনী র‌্যালি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ প্রতিপাদ্য নিয়ে দেশে প্রথম বারের মতো ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে বরিশালে উদ্বোধনী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০ টায় বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের উদ্যোগে বের হওয়া র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের শুরুর স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস ও সোহেল মারুফ এবং বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মো. সাইদুর রহমান সহ পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা-কর্মচারী, প্রশিক্ষনার্থী সুপারভাইজার ও গণনাকারীরা অংশগ্রহন করেন। আগামীকাল ১৫ জুন দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা শুরু হয়ে আগামী ২১ জুন শেষ হবে।

সর্বশেষ