৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১১ মার্চকে জাতীয় পতাকা দিবস ঘোষণা করল সৌদি আরব

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

১১ মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে ঘোষণা করেছে সৌদি আরব। এ বিষয়ে দেশটির রাষ্ট্রপ্রধান বাদশাহ সালমানের স্বাক্ষরিত নতুন ডিক্রি জারি করেছেন। সে অনুসারে দেশটিতে এখন থেকে প্রতি বছর মার্চ মাসের ১১ তারিখ জাতীয় পতাকা দিবস উদযাপন করা হবে।

সৌদির সরকারি সংবাদসংস্থা এসপিএ’র বরাতে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার পর ১৯৩৩ সালের ১১ মার্চ বর্তমান জাতীয় পতাকার নকশার অনুমোদন দিয়েছিলেন আল সৌদ।

৯০ বছর আগে ঘটা এই ব্যাপারটিকে সম্মান জানিয়েই ১১ মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে ঘোষণা করেছেন বাদশাহ সালমান।
এ সম্পর্কে এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমাদের জাতীয় পতাকা একই সঙ্গে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে সৌদির উত্থান, শান্তি, ইসলামধর্ম এবং একটি আশীর্বাদপুষ্ট রাষ্ট্রের প্রতীক।’

সর্বশেষ