৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

অনুষ্ঠিত হয়ে গেলো জনপ্রিয় কবি ও কথাসাহিত্যিক শামীমা সুলতানার একক কবিতা সন্ধ্যা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ডেস্ক রিপোর্টঃ

গত ৩ সেপ্টেম্বর ২০২১ সাহিত্য নগরী বরিশালের সি,এন্ড,বি রোডে অবস্থিত ইউনাইটেড পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে কবি শামীমা সুলতানার একক কবিতা সন্ধ্যা। ব্যাতিক্রমী এই আয়োজনের মধ্যে প্রকাশ পেয়েছে সহপাঠীর প্রতি ভালোবাসা বন্ধুত্বের গভীরতা।বন্ধুত্বের মাঝে প্রতিহিংসা নয় বন্ধুর কৃতকর্মে বন্ধুদের হৃদয় গর্বিত হওয়ার এক দৃষ্টান্ত স্থাপন করলো এসসসি ৯৮ ব্যাচের কবি শামীমা সুলতানার সহপাঠীরা। কবি শামীমা সুলতানার সাহিত্য চর্চার প্রতি শ্রদ্ধাশীল এবং আনন্দিত তার সহপাঠীরা। বিভিন্ন সাহিত্য এবং সাংস্কৃতিক সংগঠন থেকে এমন আয়োজনের চিত্র খুব স্বাভাবিক হলেও এ আয়োজন ছিলো একদম ব্যতিক্রমী। কবির সহপাঠীরা আয়োজন করেছেন কবিতা সন্ধ্যার। উক্ত কবিতা সন্ধ্যায় শুরুতেই কবিকে ফুল দিয়ে বরণ করেন সহপাঠীরা। কবির রচিত কবিতা আবৃত্তি করেছেন তার সহপাঠীরা। কবি শামীমা সুলতানার সহপাঠী এ,ডি,সি ক্রাইম এন্ড অপারেশন বি,এম,পিতে কর্মরত রাসেল আহমেদ আবৃত্তি করেন ২০২১ একুশে বইমেলায় কথাপ্রকাশ থেকে প্রকাশিত ” ৭১’র স্পন্দন কাব্যগ্রন্থ থেকে “আমাদের দেখা হবে” শিরোনামে কবিতাটি।ওয়ান ব্যাংক বরিশাল শাখার কর্মকর্তা প্রদীপ বিশ্বাস আবৃত্তি করেন ২০১৯ একুশে বইমেলায় আগামী প্রকাশনী থেকে প্রকাশিত “স্বাধীনতা ” কাব্যগ্রন্থ থেকে” স্বাধীনতা” শিরনামে কবিতাটি। এড.খান মাহিদ আবৃত্তি করেন ৭১’র স্পন্দন কাব্যগ্রন্থ থেকে মৃত্যুর মিছিল শিরোনামে কবিতাটি। মোঃ তাহেরুল ইসলাম প্রভাষক ইনিস্টিউট অফ থেলথ টেকনোলজি বরিশাল, তিনি আবৃত্তি করেন” সুখে থাকো” শিরোনামে কবিতাটি। নীলা রানী আবৃত্তি করেন “স্বপ্নের আভা ” শিরোনামে কবিতাটি। সংগীত পরিবেশন করেন পুলিশ অফিসার জুগল কুন্ড। কবি শামীমা সুলতানার সাহিত্য এবং সামাজিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন ইউনাইটেড পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা মোঃ নাসির উদ্দিন, আলোচনা করেন পুলিশ অফিসার মাসুম আহমেদ,
সাকসেস মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক হাবিবুর রহমান, জাহানারা ইসরাইল স্কুলের শিক্ষক আবু হাসান, মারুফ আলম নয়ন সহ অনেক বন্ধুরা।

সর্বশেষ