৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আগৈলঝাড়ায় ব্রীজের ঢালাই খসে রড বেরিয়ে মরন ফাঁদে পরিনত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শামীম আহমেদ :: বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া-জোবারপাড় সড়কের একটি ব্রীজের মাঝের ঢালাই খসে গর্ত হয়ে রড বেরিয়ে এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। প্রতিদিন ওই ব্রীজ দিয়ে যাতায়াত করতে গিয়ে ছোট-বড় দূঘর্টনার স্বীকার হচ্ছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া-জোবারপাড় সড়কের মধ্যবর্তী জলিরপার নামক এলাকায় ছয়বছর পূর্বে এলজিইডি বিভাগ থেকে একটি ঢালাই আয়রন ব্রীজ নির্মাণ করা হয়েছিল। ঠিকাদার নিন্মমানের নির্মান সামগ্রী দিয়ে ব্রীজটির কাজ সম্পন্ন করায় তিনবছরের মধ্যেই মাঝের ঢালাই খসে পরেছে। বর্তমানে ব্রীজের বিভিন্নস্থান ভেঙ্গে রড বের হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি ব্রীজের দুইপাশের রেলিংও ভেঙে পরেছে। গর্তের কারনে ব্রীজ দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছেনা।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন জানান, ব্রীজের টেন্ডার হয়েছে। খুবশীঘ্রই কাজ শুরু করা হবে। যেকারণে ব্রীজটি সংস্কার করা হচ্ছেনা।

সর্বশেষ