২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলীতে জেলেদের মাঝে চাল বিতরণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে ইলিশের প্রজনন মৌসুমে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল।

জানা গেছে, সরকার ইলিশ সম্পদ সংরক্ষণে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছেন। নিষিদ্ধ সময়ে জেলেদের কষ্ট লাগবে সরকার তাদের জন্য বিশেষ ভিজিএফ’র বরাদ্ধ দেয়।

আজ শনিবার বেলা ১১টায় উপজেলার চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিষিদ্ধ সময়ে সাগর ও নদীতে ইলিশ আহরণে বিরত থাকা উপজেলার চাওড়া ইউনিয়নের ৬০২ জন নিবন্ধিত জেলের মাঝে জেলেপ্রতি ২০ কেজি করে চাল দেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র রায়, ইউপি সদস্য হাবিবুর রহমানসহ স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল বলেন, প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের কষ্ট লাঘবে সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচি গ্রহণ করেছে। ওই কর্মসূচির চাল অত্র ইউনিয়নের নিবন্ধিত ৬০২ জন জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে।

সর্বশেষ