২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী থানার আয়োজনে বরগুনা জেলার নবাগত পুলিশ সুপারের সাথে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টায় আমতলী থানা কম্পাউন্ডে সহকারী পুলিশ সুপার (আমতলী- তালতলী) সার্কেল সৈয়দ রবিউল ইসলামের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি।

বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, অ্যাড. আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, শহিদুল ইসলাম মৃধা, হারুন অর রশিদ, সাবেক পৌর মেয়র নাজমুল আহসান নান্নু, বরগুনা জেলা ডিআইও-১ মোঃ আলাউদ্দিন মিলন, আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার, প্রভাষক নজরুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য অ্যাড. আরিফ উল হাসান, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন অর রশিদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও কমিউনিটি পুলিশিং এর সদস্যরা উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক উপস্থিত সকলের বক্তব্য শুনে আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করে বলেন মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেয়া হবে না। উল্লেখ্য নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বরগুনা জেলায় যোগদান করে প্রথমেই আজ আমতলী থানা পরিদর্শন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেন। পরে তিনি আমতলী পৌরসভা পরিদর্শন করেন।

সর্বশেষ