৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উজিরপুরে ভ্যানচালক সেজে মাদক বিক্রি, অবশেষে গ্রেফতার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর প্রতিনিধি :::: বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতায় শশুরবাড়ী এলাকায় ভ্যান চালক সেজে মাদক বিক্রির সময় স্থানীয়রা মোঃ হাসান বেপারী (৩০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বুধবার (১৫ মার্চ) বিকেল ৪ টায় হারতা ৮ নং ওয়ার্ডের জনতা তাকে ৪০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে।

আটক মোঃ হাসান বেপারী মৃত আব্দুল হামেদ বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়- গাঁজা বিক্রেতা হাসান বেপারী তিনি এলাকায় ভ্যান চালক হিসেবে সকলের কাছে পরিচিত। সে শশুরবাড়ীর এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সহায়তা ও নিজে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে থাকে। মাদক ব্যবসায়ী হাসান বেপারী পূর্বে ঢাকায় বসবাস করত। বর্তমানে শ্বশুর বাড়ীতে আশ্রয় নিয়ে ভ্যান চালিয়ে গোপনে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে থাকে। অভিযুক্ত হাসান বেপারীর শ্বশুর বাড়ি লোকজন আত্মীয় স্বজন ও স্থানীয় ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবু বিজয় দাস, মহিলা ইউপি সদস্য সবিতা রানী হাওলাদারের স্বামী বাবু দুলাল মল্লিক, আত্নীয় মোঃ সুজন হাওলাদারের সহায়তায় তাকে হারতা পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়েছে। পরে তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ