৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উৎসবমূখর পরিবেশে দৈনিক যায়যায়দিন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
কাওসার হামিদ , তালতলী (বরগুনা) প্রতিনিধি॥
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে যায়যায়দিন পত্রিকা। ১৯৮৪ সালে প্রকাশিত পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক, পরবর্তিতে দৈনিক হিসাবে যায়যায়দিন পত্রিকাটি তার প্রকাশনা অব্যাহত রেখেছে। বর্তমানে পাঠক প্রিয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জাতীয় দৈনিক হিসাবে যায়যায়দিন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ এর সম্পাদনায় এদেশের মুক্তিযুদ্ধ, কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য, খেলা-ধুলা, সম্ভাবনা, উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা, কৃষি, বিজ্ঞান, তথ্য- প্রযুক্তি, নারী নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ক্ষুরধার লেখনীর মাধ্যমে এদেশের স্বাধীনতা মাটি ও মানুষের অধিকারে কথা তুলে ধরার কারনে এখনো পাঠকের মন জয় করে চলেছে দৈনিক যায়যায়দিন পত্রিকা।
আজ ১৭ জুলাই শনিবার বেলা ১০ টায় তালতলী প্রেসক্লাব মিলনায়তনে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে প্রকাশনার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও জন্মদিনের কেককাটা অনুষ্ঠানে বক্তরা উপরোক্ত কথা বলেন।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম তালতলী শাখার সভাপতি ও বড়বগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবী উল কবির জমাদ্দার।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন পত্রিকার তালতলী উপজেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া।
সামাজিক দূরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সাংবাদিক গোলাম কিবরিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালতলী প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মুঃ আঃ মোতালিব, তালতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ, তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া, তালতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান হাওলাদার, তালতলী সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, তালতলী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু সিদ্দিক, তালতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক মোঃ জামাল, সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান, সমাজসেবক মনির মাঝি প্রমুখ।
এছাড়া যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবী উল কবির জমাদ্দার বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তালতলীর উন্নয়নে সকলকে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে।
সাংবাদিক ও জনপ্রতিনিধি একসাথে কাজ করলে খুব দ্রুত তালতলীর উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সর্বশেষ