৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় সুস্থতার সংখ্যা ৩ লাখ ছাড়ালো, নতুন শনাক্ত ১৫২৭

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫০৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সুস্থ হওয়ার সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। দেশে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৩৮ জনে।

এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৫২৭ জন।

ভাইরাসটিতে সারাদেশে মৃত্যু হয়েছে ৫ হাজার ৬২৩ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫ জন।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৩ হাজার ৭৮৪টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৫৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৪০ হাজার ১২৯টি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ২৫ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ০৪ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮৯ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৩২৭ জন (৭৬ দশমিক ৯৫ শতাংশ) ও নারী এক হাজার ২৯৬ জন (২৩ দশমিক ০৫ শতাংশ)।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এরপর থেকেই দেশে করোনার প্রকোপ বাড়তে থাকে। ধীরে ধীরে এক, দুই ও তিন লাখ পর্যন্ত ছাড়িয়ে যায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা রোগীদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ। আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি করোনা ডেডিকেটেড হাসপাতালে।

সর্বশেষ