৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় ২৪ ঘন্টায় আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৫৪

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

করোনাভাইরাসে শনাক্তকৃত রোগী লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা করে তিন হাজার ৫৫৪ জন রোগী শনাক্ত হয়। এটি গত সাড়ে আট মাসে সর্বোচ্চ শনাক্ত।

এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় শনাক্তকৃত রোগীর সংখ্যা ছিল দুই হাজার ৮০৯ জন। শনাক্ত বাড়লেও কমেছে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের।

মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১২ জন ও ছয়জন নারী। হাসপাতালে চিকিৎসাধীন ১৭ জন ও বাড়িতে একজন মারা যান। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৭৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে ২৬ হাজার ৩৫৭টি নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা করে নতুন আরও তিন হাজার ৫৫৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭৭ হাজার ২৪১ জন।

মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪ জন। ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৮৩৫ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল পাঁচ লাখ ২৫ হাজার ৯৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ শতাংশ।

দেশে গতবছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার পর্যন্ত মোট করোনায় মৃত্যুবরণকারী আট হাজার ৭৩৮ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৬০৭ জন (৭৫ দশমিক ৬১ শতাংশ) ও নারী দুই হাজার ১৩১ জন (২৪ দশমিক ৩৯ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৮ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্র্ধ্ব ১০ জন রয়েছেন। বিভাগওয়ারী দেখা গেছে, ১৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়।

সর্বশেষ