৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় সরকারী কাজে বাঁধা ও চাদাঁ দাবি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইমন আল আহসান.কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

সরকারী কাজে ও ১০ লাখ টাকা বাাঁধা চাঁদা দাবি করায় এবং এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে মঙ্গলবার লিখিত অভিযোগ দিয়েছে কাজের সিপিসি কলাপাড়ার ধানখালী ইউনিয়নের ৬নং ওর্য়াডের ইউপি সদস্য মো: রাসেল মৃধা। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, কলাপাড়ার ধানখালী ইউনিয়নের ৬নং ওর্য়াডের লোন্দা গ্রমের গিলাতলা কমিউনিটি ক্লিনিক সেন্টারের এক পাশের মটি ওয়ালসহ ধসে পড়ে। ওই কাজ করার জন্য সিপিসি মনোনীত করা হয় ধানখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: রাসেল মৃধাকে। সোমবার (২৮ডিসেম্বর) তিনি ওই কাজ করাতে গেলে স্থানীয় মানুষে সামনে একই এলাকার এবং একই পরিবারের সুলতান সরদার, বাচ্চু সরদার ও সোহাগ সরদার ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং দাবীকৃত চাঁদার টাকা না দিলে কাজ বন্ধের কাজ বন্ধের হুমকী দেয়। এঘটনা তিনি সাথে সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কলাপাড়া থানার ওসিকে অবহিত করেন। এব্যাপারে সিপিসি ইউপি সদস্য মো: রাসেল মোল্লা চাঁদা দাবি কাজ বন্ধের হুমকী দাতাদের বিরুদ্ধে জরুরী ভিত্তিত্বে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

সর্বশেষ