৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় ১০ টাকা দরের চাল বিতরনে অনিয়ম

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কলাপাড়া প্রতিনিধি : দুস্থদের জন্য সরকারের খাদ্য অধিদপ্তর’র ১০ টাকা দরে চালের কার্ড
থাকা সত্তে¡ও চাল না পেয়ে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছে হতদরিদ্র আব্দুল হামিদ।
অথচ তার নামের এই কার্ড দির্ঘদিন ধরে চাল উত্তোলন করছে সংশ্লিষ্ট ইউনিয়ন
পরিষদের কম্পিউটার অপারেটর।
জানা গেছে, কার্ড নং-২৬২৬, দিয়ে আব্দুল হামেদ মল্লিক (৬৫) চাল উত্তোলন করে
আসছিল। কিন্তু হঠাৎ করে চাল দেয়া বন্ধ করে দিয়েছে ডিলাররা, কারণ তার নাম তালিকায়
নেই। তালিকায় রয়েছে নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের আঃ হক মল্লিকের ছেলে ও
নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর বিত্তবান রেজাউল করিমের নাম।
অভিযুক্ত নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর রেজাউল করিম বলেন, ‘আমি ২০১৭
সাল থেকে চাল উত্তোলন করে আসছি। ২৬২৬ নং কার্ড আমার। আব্দুল হামেদের নাম
তালিকায় নেই, তিনি ভূয়া কার্ড ব্যবহার করছে।’
নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘আব্দুল
হামিদ আমার কাছে অভিযোগ নিয়ে আসেনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ