২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে যুবকের কারাদন্ড

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ ধরার অপরাধে সুশান্ত মালো (২৪) নামের এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখার ভ্রাম্যমান আদালত এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সুশান্ত মালো উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের সোনাকুর গ্রামের রবিন্দ্রনাথ মালোর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালে ওই যুবক ইলিশ মাছ ধরার সরকারী নিষেধাঞ্জা উপেক্ষা করে উপজেলার মধ্য থেকে বয়ে যাওয়া সন্ধ্যা নদীতে মা ইলিশ ধরছিলেন। এ সময় ওই নদীতে টহলরত ভ্রাম্যমান আদালত তাকে আটক করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা জানান, ওই যুবক পেশায় একজন জেলে। ওই দিন সকালে সে স্থাণীয় সন্ধ্যা নদীতে মা ইলিশ ধরছিলো। এ অপরাধে ভ্রাম্যমান আদালত তাকে একমাসের কারাদন্ড প্রদান করা হয়।

সর্বশেষ