৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কুয়াকাটায় অনুষ্ঠিত হল ঘোড়ার দৌড় প্রতিযোগিতা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ-
কুয়াকাটা আলীপুর লতাচাপলী অনুষ্ঠিত হল গ্রাম গঞ্জ থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যেবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দক্ষ ১০জন প্রতিযোগী অংশ গ্রহন করে এই প্রতিযোগিতায়।

ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে ঢল নামে নানা বয়সী মানুষের। আজ বিকাল চারটার দিকে উপজেলার লতাচাপলি ইউনিয়নের নয়াপাড়া মাঠে এ ঐতিহ্যেবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নানান সাজে সজ্জিত করা হয় দৌড়ে অংশগ্রহণ করা ঘোড়াদের। আশপাশে বসে নানা দোকানপাট। গ্রাম থেকে হারিয়ে যেতে বসছে এ ঘোড়ার দৌড়। সকাল থেকে মাইকিং করার ফলে লোক সংখ্যা উপস্থিতি বেশি বলে মনে করছে আয়োজকরা।
এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারসহ আকর্ষণীয় পুরুষ্কার বিজয়ীদের মাঝে তুলে দেন আয়োজক কমিটির পক্ষে লতাচাপলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনসার উদ্দিন মোল্লা

সর্বশেষ